| রাত ৯:৫৫ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

কবি নজরুুল বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে ৪র্থ বর্ষের শিক্ষার্থীর আত্নহত্যা

ত্রিশাল ব্যুরো অফিস, ১০ জুন, বুধবার,

ময়মনসিংহের ত্রিশালে অবসি’ত জাতীয় কবি কাজী নজরম্নল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের এক শিক্ষার্থী মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নিজ ঘরের বাথরম্নমে ফাসিঁতে ঝুলে আত্নহত্যা করেছে। স্থানীয় সূত্রে জানাযায়, জাতীয় কবি কাজী নজরম্নল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী হিরণ মলিস্নক (২৬) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাহিরে বারেক ছাত্রাবাসে বসবাস করত। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সে নিজ রম্নমের বাথরম্নমের ভিতরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। এ সময় ছাত্রাবাসে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীরা টের পেয়ে দ্রম্নত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হিরণ মলিস্নকের বাড়ী যশোর জেলার নয়াপাড়া গ্রামে।
জাতীয় কবি কাজী নজরম্নল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুব হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি কিন্ত কি কারনে হিরণ মল্লিক আত্নহত্যা করেছে তা এখানো জানা যায়নি।
জাতীয় কবি কাজী নজরম্নল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এস.এম হাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি, বিশ্ববিদ্যালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। আলোচনা শেষে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৯:০৪ অপরাহ্ণ | জুন ১০, ২০১৫