| রাত ২:৪৯ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জাতীয় পর্যায়ে শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে কলসিন্দুর সরঃ প্রাঃ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় জেলা প্রশাসকের ধন্যবাদ জ্ঞাপন

 

স্টাফ রিপোর্টার, ১০ জুন, বুধবার,
কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয় শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় কোচ, খেলোয়াড়, টিম ম্যানেজার ও বিদ্যালয় কমিটির সদস্যদেরকে মিষ্টি মুখ করান জেলা প্রশাসক। আজ বুধবার সকালে কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী শীল এর নেত্বতে বিজয়ী ক্ষুদে ফুটবলারদের নিয়ে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সাথে সাক্ষাৎ করেন। এমন বিরল জয় লাভের ফলে জেলা প্রশাসক সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি ক্ষুদে খেলোয়াড়দের উদ্দেশ্যে এক বক্তব্যে বলেন এ জয় ময়মনসিংহ জেলার জন্য সম্মান বয়ে এনেছে। ভবিষ্যতে খেলাধুলা অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক সহযোগিতা দিবেন বলে আশ্বাস দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ (রাজস্ব) সদর উপজেলা নিবার্হী অফিসার আ.ন.ম ফয়জুল হকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কমকর্তরা উপসি’ত ছিলেন।
উল্লেখ গত ৮ জুন ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ ফজিলাতুনেচ্‌ছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ধোবাউড়ার কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিপক্ষ পালিচুরা প্রাথমিক বিদ্যালয় (রংপুর) একাদশকে ১-০ গোলে পরাজিত করে শেখ ফজিলাতুনেচ্‌ছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন হওয়ার ফলে কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয় টিমের হাতে এক লক্ষ টাকার প্রাইজমানি তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ মোস-াফিজুর রহমান। কলসিন্দুর দলের প্রতিটি খেলোয়াড়দেরকে দশ হাজার টাকা ও সেরা খেলোয়াড়কে পচিঁশ হাজার টাকা পুরস্কৃত করা হয়। দলের কোচের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষক ও কোচ মো: শফিউদ্দিন। ফজিলাতুনেচ্ছা মুজিব গোল্ডকাপে চ্যাম্পিয়ন হওয়ার ফলে কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী শীল এক সাক্ষাৎকারে বলেন, এই নিয়ে দুই বারের মতো চ্যাম্পিয়ন হলো আমার বিদ্যালয়ের টিমটি। আগামিতে হ্যাট্রিক অর্জনের প্রত্যাশা কামনা করেন। কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয় শিরোপা লাভ করায় ময়মনসিংহের ক্রীড়ামোদিরা ধন্যবাদ জানান বিদ্যালয়টিকে।

সর্বশেষ আপডেটঃ ৭:১৩ অপরাহ্ণ | জুন ১০, ২০১৫