হাসান আলীর মৃত্যুদন্ডের আদেশ দেয়ায় বাজিতপুরে আনন্দ মিছিল
বাজিতপুর সংবাদদাতা ঃ ১০, জুন, বুধবার,
মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের কারনে সৈয়দ হাসান আলীকে ফাঁসি বা গুলিতে ঝুলিয়ে সৈয়দ মারার জন্য নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বুধবার বিকাল ৪টার দিকে বাজিতপুর তরুণ সমাজের কয়েক শত তরুণ বাজারের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল প্রদক্ষিণ শেষে সিনেমাহল সংলগ্ন দুর্জয় মোড়ে সমাবেশ ও রাজাকার সৈয়দ হাসান আলীর কুশপুত্তলিকা দাহ করে। মোঃ মাহমুদুল হাসান শিহাবের সভাপতিত্তে সমাবেশে বক্তব্য রাখেন হাসান সৌরভ, মোঃ শশি সহ এক দল তরম্নণ সমাজ। তারার অবিলম্বে তার ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান।