নান্দাইলে জামায়াতের পৌর আমির গ্রেফতার

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ :০৯ জুন ২০১৫, মঙ্গলবার,
ময়মনসিংহের নান্দাইল পৌর জামায়াতের আমির মোঃ শফিউল আলমকে নান্দাইল থানা পুলিশ গ্রেফতার করেছে।
এলাকাবাসী সূত্র জানায়, গত সোমবার (০৮ জুন) রাত আনুমানিক ৮ টায় নান্দাইল সিনেমা হল এলাকায় শফিউল আলমের বাসায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষ হাসান নামীয় একটি প্রতিষ্ঠানের পক্ষ হতে এলাকার দুঃস্থ জনগনের মাঝে চাল, ডাল, তৈল, পেয়াজ ছুলা সহ ইফতার সামগ্রী বিতরন কালে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানা পুলিশ বিতরনকৃত দ্রব্য সামাগ্রী সহ পৌর আমিরকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে ময়মনসিংহ কোর্টে সোপর্দ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরন কালে জামায়াত নেতাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ নান্দাইল উপজেলার আমির মাওলানা অধ্যক্ষ মঞ্জুরম্নল হক হাসান। এক বিবৃতিতে তিনি পৌর আমিরের অবিলম্বে নিঃশর্ত্ত মুক্তি দাবী করেন।#