| রাত ৩:৩৭ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে তুচ্ছ ঘটনায় কৃষক খুন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :০৯ জুন ২০১৫, মঙ্গলবার,
ময়মনসিংহের গৌরীপুরের মাওহা ইউনিয়নের বীরআহম্মদপুর গ্রামে গরম্ন ধানের খর খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামে একজন কৃষক প্রতিবেশীদের হাতে খুন হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাওহা ইউনিয়নের বীরআহম্মদপুর গ্রামে গত শনিবার দুপুরে শওকত উছমানের খরের পুঞ্জিতে প্রতিবেশী সাঈদ মিয়ার একটি বাছুর গরম্ন খর খেতে আসে। এ নিয়ে শওকত উছমানের সাথে সাঈদ মিয়া স্ত্রীর মজিদা বেগমের তুমুল ঝগড়া বাধেঁ। পরে একই গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে সাইদুল ইসলাম ঝগড়া মিমাংসার জন্য এগিয়ে আসেন। এসময় শওকত উছমান দলবল নিয়ে সাইদুল ইসলামকে পিটিয়ে গুরম্নতর আহত করে। মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এব্যাপারে নিহতের স্ত্রী রওশনারা আক্তার বাদী হয়ে চারজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা স্বীকার করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী শেখ বলেন, আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৪ অপরাহ্ণ | জুন ০৯, ২০১৫