| রাত ৩:২৩ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

র‌্যাঙ্কিয়ে বার্সেলোনার ওপরে রিয়াল মাদ্রিদ

অন লাইন ডেস্ক,৯ জুন ২০১৫, মঙ্গলবার:

ইউরোপের প্রথম ক্লাব হিসেবে দুইবার ট্রেবল শিরোপা জয়ের রেকর্ড গড়েছে বার্সেলোনা। কোপা দেল রে’ ও স্প্যানিশ লা-লিগার শিরোপা জয়ের পর সম্প্রতি শেষ হওয়া মওসুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতেছে তারা। ফাইনালে ইতালির ক্লাব জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে তারা এই কীর্তি গড়ে। এই মওসুমে চ্যাম্পিয়ন্স লীগে প্রতিটি পর্বে কোনো না কোনো দেশের চ্যাম্পিয়নদের বিপক্ষে মোকাবিলা করতে হয়েছে কাতালানদের। এতে তাদেরকে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন বলা হচ্ছে। এছাড়া সর্বশেষ ১০ মওসুমে চারবারই শিরোপা জিতেছে তারা। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগে এমন দুর্দান্ত পারফর্মেন্সের পর রিয়াল মাদ্রিদের নিচে তারা। মওসুম শেষ হওয়ার পর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ক্লাব র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সেখানে এখনও সবার ওপরে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। আর বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার অবস্থান দ্বিতীয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে জামানির ক্লাব বায়ার্ন মিউনিখ, ইংলিশ ক্লাব চেলসি ও স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৭১.৯৯৯ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। আর বার্সেলোনার পয়েন্ট ১৬৪.৯৯৯। মূলত, বার্সেলোনা এখনও রিয়ালের পেছনে থাকার কারণ আগের চার মওসুম। চ্যাম্পিয়ন্স লীগের র‌্যাঙ্কিংয়ের হিসাব করা হয় সর্বশেষ পাঁচ মওসুমের পারর্মেন্স দিয়ে। ২০১০-১১ মওসুমে রিয়ালের চেয়ে বার্সেলোনার পয়েন্ট বেশি ছিল। কিন্তু এরপর টানা তিন মওসুম রিয়াল বেশি পয়েন্ট অর্জন করেছ। সম্প্রতি শেষ হওয়া মওসুমে ফের বার্সেলোনা বেশি পয়েন্ট অর্জন করেছে। ২০১৪-১৫ মওসুমে তাদের ৩৮.০৪২ পয়েন্টের বিপরীতে রিয়ালের অর্জিত পয়েন্ট ৩৩.০৪২। কিন্তু সর্বশেষ পাঁচ মওসুমে মোট বেশি পয়েন্ট অর্জন করায় এখনও শীর্ষে আছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এই মওসুমে তারা ঘরোয়া কোনো শিরোপা জিততে পারেনি। আর চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে জুন্টোসের কাছে হেরে বিদায় নেয়।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৬ অপরাহ্ণ | জুন ০৯, ২০১৫