| সকাল ৭:৫০ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

টেনিস র‌্যাঙ্কিংয়ে অভাবনীয় পতন নাদালের

অন লাইন ডেস্ক,৯ জুন ২০১৫, মঙ্গলবার:

ফ্রেঞ্চ ওপেনের রাজা রাফায়েল নাদাল এবার ‘লা দেসিমা’ তথা দশম শিরোপা জিততে ব্যর্থ হয়েছেন। কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে যান তিনি। এতে টেনিস র‌্যাঙ্কিংয়ে অভাবনীয় পতন হয়েছে তার। তার এই নেমে যাওয়ার শঙ্কা আগেই ছিল। আর সম্প্রতি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে স্পানিয়ার্ড এ টেনিস তারকা নেমে গেছেন ১০ নম্বরে। যা গত ১০ বছরের মধ্যে তার সবচেয়ে বাজে অবস্থা। সর্বশেষ ২০০৫ সালের এপ্রিলে তিনি র‌্যাঙ্কিংয়ের ১১তম স্থানে ছিলেন তিনি। এরপর তাকে ঘুরেফিরে শীর্ষ পাঁচেই বেশি দেখা গেছে। শীর্ষস্থানে ছিলেন দীর্ঘদিন। অন্যদিকে নোভাক জোকোভিচকে ফাইনালে হারিয়ে এবার ফ্রেঞ্চ ওপেনের শিরোপাজয়ী স্টানিসলাস ভাভরিঙ্কা উঠে গেছেন চতুর্থ স্থানে। সুইজারল্যান্ডের এ তারকা খেলোয়াড় টুর্নামেন্ট শুরু করেছিলেন অষ্টম স্থানে থেকে। ফাইনালে হারলেও এখনও শীর্ষস্থানে টিকে আছেন সার্বিয়ান নোভাক জোকোভিচ।
অন্যদিকে মেয়েদের এককে ২০তম গ্রান্ড সøামজয়ী সেরেনা উইলিয়ামস আগের মতো শীর্ষে আছেন। তবে রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে নেমে গেছেন। আর দ্বিতীয় স্থানে উঠেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে শারাপোভাকে হারানো লুসি সাফারোভা উঠে এসেছেন সপ্তম স্থানে। চেক প্রজাতন্ত্রের এ টেনিস সুন্দরীর এটিই ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং।

টেনিসে পুরুষ এককে শীর্ষ দশ
১.    নোভাক জোকোভিচ (সার্বিয়া)
২.    রজার ফেদেরার (সুইজারল্যান্ড)
৩.    অ্যান্ডি মারে (ব্রিটেন)
৪.    স্টানিসলাস ভাভরিঙ্কা (সুইজারল্যান্ড)
৫.    কেই নিশিকোরি (জাপান)
৬.    টমাস বার্ডিচ (চেক প্রজাতন্ত্র)
৭.    ডেভিড ফেরার (স্পেন)
৮.    মিলস রাওনিক (কানাডা)
৯.    ম্যারিন কিলিস (ক্রোয়েশিয়া)
১০.    রাফায়েল নাদাল (স্পেন)

সর্বশেষ আপডেটঃ ৪:৪৩ অপরাহ্ণ | জুন ০৯, ২০১৫