| দুপুর ১২:২৯ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়ায় হুম গুটি খেলায় লাখো মানুষের ঢল

ফুলবাড়ীয়া ব্যুরো : সোমবার ফুলবাড়ীয়ার ঐতিহ্যবাহী হুমগুটি খেলায় লাখো মানুষের ঢল নামে। বিকেল ৫ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা সদরের প্রাণি সম্পদ কার্যালয় সংলগ্ন মাঠে হুমগুটি হাজার হাজার খেলোয়াড়ের উপসি’তিতে ছেড়ে দেন পৌর মেয়র গোলাম কিবরিয়া। শক্তি পরিড়্গার হুমগুটি খেলায় একসাথে হাজার হাজার খেলোয়াড় চিত্য আবাদিয়া গুটি ধররে বলে ঝাপিয়ে পড়েন ৫০ কেজি ওজনের সোনালী রঙের পিতলে গুটির উপর। এ খেলায় নিদৃষ্ট খেলোয়াড় নেই, বিচারক নেই ও নেই কোন সময়। খেলাটি আয়োজক কাউন্সিলর ছফর আলী বুলু জানায়, মুক্তাগাছা, মধুপুর, ত্রিশাল ও ফুলবাড়ীয়া উপজেলা বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করবেন হুমগুটি খেলায়। বিজয়ী এলাকার খেলোয়াড়দের দলনেতার কাছে প্রায় এক লাখ টাকা মূল্যের একটি মহিষ দেয়া হবে।
উলেস্নখ্য ঃ মুক্তাগাছার জমিদার শ্রী শশীকানত্ম বাহাদুরের সাথে ত্রিশাল বৈলরের জমিদার হেম চন্দ্র রায়ের জমির সিমানা বিরোধ সমাধানের লড়্গে ফুলবাড়ীয়ার লড়্গীপুর বড়ইহাটা গ্রামে হুম গুটি খেলার আয়োজন করেছিল । সেই থেকে ফুলবাড়ীয়ায় চলে আসছে হুম গুটি খেলায়।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৩ অপরাহ্ণ | জুন ০৮, ২০১৫