| সকাল ৯:৪১ - শুক্রবার - ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

হোসেনপুর প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রমজান মাহমুদকে প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার হোসেনপুর উপজেলা হাসপাতালের সামনের সড়কে বেলা ১১ টা থেকে ১২ পর্যন- এ কর্মসূচি পালিত হয়। ডাক্তার রমজান মাহমুদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ এনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ সালাম,ডেপুটি কমান্ডার মো:জামাল উদ্দিন ,সহকারী কমান্ডার (অর্থ) আব্দুল মোতালিব,উপজেলা যুবলীগ সভাপতি এমএ হালিম ,সাংবাদিক মো: জাকির হোসেন প্রমুখ। মানববন্ধনে মুক্তিযোদ্ধা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ আপডেটঃ ৮:২৪ অপরাহ্ণ | জুন ০৮, ২০১৫