| সকাল ৮:৪৫ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কবি নজরম্নল বিশ্ববিদ্যালয় বেতন কাঠামো পূণ: নির্ধারনের দাবীতে শিড়্গক সমিতির কর্মবিরতি ও অবস্থান

এইচ.এম জোবায়ের হোসাইনঃ  প্রসত্মাবিত ৮ম বেতন কাঠামো পূণ: নির্ধারনের দাবীতে গতকাল সোমবার ময়মনসিংহের ত্রিশালে অবসি’ত জাতীয় কবি কাজী নজরম্নল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিড়্গক সমিতি কর্মবিরতি, মানববন্ধন ও অবস’ান ধর্মঘট পালন করে।
শিড়্গকদের কর্মবিরতির ফলে ওই সময় কোন ক্লাশ অনুষ্ঠিত না হলেও পূর্ব নির্ধারিত পরীড়্গাসমূহ যথাযথ ভাবেই অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন, কর্মবিরতি ও অবস’ান কর্মসূচীতে অধ্যাপকদের বেতন-ভাত পদায়িত সচিবদের সমান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অব্যাহতবিশ্ববিদ্যালয়ের ভিসির বেতন-ভাতা মন্ত্রী পরিষদের সমান ও প্রভাষকদের বেতন-কাঠামো ক্রমানুসাওে নির্ধারণের দাবী জানান শিড়্গক সমিতির নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন, কবি নজরম্নল বিশ্ববিদ্যালয়ের প্রক্টও মাহবুব আলম, ব্যবসায় অনুষদের ডিন ড. সুব্রত কুমার দে, বিশ্ববিদ্যালয়ের শিড়্গক রেজুয়ান আহমেদ শুভ্র, শাফিন উমর, মাসুদ চৌধুরী প্রমুখ।
জাতীয় কবি কাজী নজরম্নল ইসলাম বিশ্ববিদ্যালয় শিড়্গক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার সরকার জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় জাতীয় কবি কাজী নজরম্নল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিড়্গকরা বেলা ১১-১টা পর্যনত্ম কর্ম বিরতি পালন করে। এছাড়াও তারা প্রশাসনিক ভবনের সামনে অবস’ান কর্মসূচী পালন নেয়।

সর্বশেষ আপডেটঃ ৮:১৪ অপরাহ্ণ | জুন ০৮, ২০১৫