| রাত ১২:৩৭ - বুধবার - ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কলমাকান্দায় স্বাথ্যকর্মী বজলুর রহমানের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ

 

কলমাকান্দা  সংবাদদাতা ঃ জেলার কলমাকান্দা উপজেলার রাজনগর কমিউনিটি ক্লিনিকে কর্মরত মহিলা স্বাস’্যকর্মী (সিএইচসিপি) মিনা চৌধুরী রংছাতি ইউনিয়নের ভারপ্রাপ্ত সহকারী স্বাস’্য পরিদর্শক বজলুর রহমানের বিরুদ্ধে শ্লীলতাহানীর লিখিত অভিযোগ গত ২৭ মে উপজেলা স্বাস’্য ও প.প কর্মকর্তার নিকট দাখিল করেছে। উপজেলা স্বাস’্য ও প.প কর্মকর্তা ডাঃ শাহআলম প্রাপ্ত অভিযোগের সত্যতা স্বীকার করে জানান এ ব্যাপারে মেডিকেল অফিসার ডাঃ আল মামুনকে প্রদান করে ৪ সদস্য একটি তদন- কমিটি গঠন করা হয়েছে। তদন- শেষে প্রশাসনিক ব্যবস’া নেওয়া হবে। অভিযোগকারী মিনা চৌধুরী স’ানীয় সংবাদদাতাদের জানান ক্লিনিকে কর্মরত থাকা কালীন সময়ে অফিস কক্ষে প্রবেশ করে সুযোগ বুঝে বজলুর রহমান শ্লীলতাহানীর চেষ্টা চালায় এবং হুমকি দিয়ে বলে তার প্রস-াবে রাজি না হলে তাকে চাকুরীচ্যুত করা হবে। এ ব্যাপারটি মাঠ পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা কর্মচারীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্ত বজলুর রহমানের বিরুদ্ধে দৃষ্টান- মূলক শাসি-র দাবী জানান। অভিযুক্ত বজলুর রহমান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

সর্বশেষ আপডেটঃ ৮:০৬ অপরাহ্ণ | জুন ০৮, ২০১৫