| রাত ১০:৫৭ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে হরিসভায় সেবাইতকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বাজিতপুর  সংবাদদাতাঃ- কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরে শ্রী শ্রী হরিসভার সেবাইত, কমিটির কর্মকর্তা গন কে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে গতকাল সোমবার সকাল ১০টা ১৫ মিনিট হতে ১০টা ৩০ মিনিট পর্যনত্ম হরিসভা হতে সিনেমা হল মোড় পর্যনত্ম মানববন্ধন কর্মসূচির নেতৃত্ব দেন হরিসভা কমিটির সভাপতি গৌতম চক্রবর্তী তাপস সহ হিন্দু সম্প্রদায়ের ৪-৫শত নারী- পুরম্নষ। এই সময় ফেস্টুন, ব্যানার সম্বলিত মানব বন্ধন কর্ম সূচিতে হুমকি দাতা রকিবুল হাসান শিবলির বিচার দাবী জানান। মানব বন্ধন কর্মসূচী শেষে হরিসভায় সংড়্গিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হুমকি দাতা রকিবুল হাসান শিবলির বিচারের দাবি করেন। উলেস্নখ গত হরিসভা কমিটির হরিসভার কোষাধড়্গ্য দেবদুলাল দাস হুমকি হতে বাঁচার জন্য বাজিতপুর থানায় গত ৬জুন একটি সাধারন ডায়রি করেন। যার নং- ২১৪ সংড়্গিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হরিসভার কমিটির সাধারন সম্পাদক দুলাল চন্দ্র দে, কাউন্সিলার হারম্নন-অর-রশিদ, আওয়ামীলীগ নেতা আব্দুলস্নাহ আল মামুন, মোঃ শওকত আকবর প্রমুখ। আনিত অভিযোগ অস্বিকার করে উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ রকিবুল হাসান শিবলি গতকাল সোমবার দুপুরে জানান, একটি পড়্গ তার বিরম্নদ্ধে ষড়যন্ত্র মূলক ভাবে মিথ্যা অভিযোগ তার রাজনৈতিক ভাবমুর্তি নষ্ট করার জন্য দীর্ঘদীন ধরে পায়তারা চালাচ্ছে বলে উলেস্নখ করেন। তিনি বলেন হরিসভার সীমানা প্রাচির এর উপর গণ টয়লেট সহ মূল ঘর বন্ধ করার জন্য গত ৩০ মে জাহানারা বেগম বাদী হয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ আপডেটঃ ৮:০৩ অপরাহ্ণ | জুন ০৮, ২০১৫