নিকলীতে ইয়াবার ছড়া ছড়ি গ্রেফতার ১

বাজিতপুর সংবাদদাতাঃ- কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইয়াবা ব্যবসায়ীদের স্বর্গ রাজ্য। এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদকের ব্যবসায় জড়িয়ে পড়ছে উঠতি বয়সের ছেলেরা। ইয়াবা সহ স্কুল কলেজ পড়-য়া ছেলেরা দিন দিন নেশা গ্রস- হয়ে পড়ছে রবিবার নিকলী থানার পুলিশ এক অভিযান চালিয়ে তায়েব উদ্দিন পাহাড়ী (৫০) নামে এক নরসুন্দরকে ইয়াবা সহ গ্রেফতার করেছে। সে উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর ফকিরবাড়ির মৃত নুন্দর আলীর পুত্র।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত পাহাড়ী দামপাড়া ইউনিয়ন পরিষদের সম্মুখস’ জায়গায় দীর্ঘদিন যাবৎ শীলের কাজ করে আসছে। এ পেশার আড়ালে মাদকের ব্যবসা করছে বলে গোপন সংবাদ পেয়ে নিকলী থানার এ,এস,আই মোবারক হোসেন একদল পুলিশ নিয়ে তাকে ৪ পিস ইয়াবা সহ আটক করে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিনের দামপাড়া বাজারের নরসুন্দর পাহাড়ী সুনামের সাথে কাজ করে আসছে। মাদকের সাথে তার সম্পৃক্ততার কথা এলাকাবাসীর জানা নেই। গ্রাম পুলিশ তমিজ ও হাসিমের সাথে পূর্ব শত্রুতার জের ধরে গ্রাম পুলিশরাই তাকে ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করে থাকতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে ।এব্যাপারে পাহাড়ীর বিরোদ্ধে নিকলী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার শিক্ষিত মহলের অভিমত প্রকৃত মাদক ব্যবসায়ীরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। বিষয়টি নিয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মাহবুব আলমের সাথে কথা হলে তিনি এই সংবাদদাতা কে জানান, মাদক ব্যবসায়ীদের কে আইনের আওতায় আনার জন্য আমরা সর্বাত্ততক চেষ্টা চালিয়ে যাচ্ছি।