| বিকাল ৫:১৭ - বৃহস্পতিবার - ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

তুরস্কে পার্লামেন্ট নির্বাচনের ভোট শুরু

অন লাইন ডেস্ক, ৭ জুন ২০১৫, রবিবার:

তুরস্কে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। পার্লামেন্টের ৫৫০টি আসনের জন্য ভোট অনুষ্ঠিত হবে। ৫ কোটি ৩০ লাখেরও বেশি নিবন্ধিত ভোটার রয়েছেন দেশটিতে। স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন। ভোটের মাধ্যমে আগামী ৪ বছর মেয়াদে নতুন সরকারও নির্ধারিত হবে। এদিকে ভোটের দিন আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর ৪ লাখ ৪ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৩ লাখই পুলিশ কর্মকর্তা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান যে শক্তিশালী প্রেসিডেন্ট ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন, তাতে সাধারণ নির্বাচনকে প্রধান বাধা হিসেবে দেখছে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)। এদিকে কুর্দি ইস্যুতে যে সঙ্কট তৈরি হয়েছে, তা সমাধানের প্রতিশ্রুতি দেয়া বিরোধী দল পিপল’স ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) যদি ১০ শতাংশের বেশি ভোট পায়, সেক্ষেত্রে একেপি আইনপ্রণেতাদের সংখ্যা উল্লেখযোগ্যহারে হ্রাস পাবে। সাংবিধানিক পরিবর্তনের জন্য যে ৩৩০টি আসন প্রয়োজন, তা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে ক্ষমতাসীন দলের জন্য।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৫ অপরাহ্ণ | জুন ০৭, ২০১৫