| সকাল ৮:৪৩ - শুক্রবার - ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রণবীর-কাটরিনার অভিসার…

অন লাইন ডেস্ক, ৭ জুন ২০১৫, রবিবার:

বেশ কিছুদিন ধরে বলিউড লাভবার্ড রণবীর কাপুর ও কাটরিনা কাইফকে নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। বিয়ে নিয়ে দুজন ভিন্ন ভিন্ন মন্তব্য প্রকাশ করায় বলিপাড়ায় শুরু হয়েছে তোলপাড়। তাদের মন্ত্যব্যের সূত্র ধরে ইতিমধ্যে কেউ কেউ বলেও ফেলেছেন, রণবীর কাপুরের সঙ্গে নাকি কাটরিনার সম্পর্কে চিড় ধরেছে। তবে এতকিছুর পরও শোনা যাচ্ছে নতুন কথা। নতুন ছবির শুটিং শেষে দুজনই বেশ খোশ মেজাজে রয়েছেন। আর এ খুশির মাত্রা আরও বাড়াতে নাকি একসঙ্গে ছুটিতে যাচ্ছেন দুজন। কাজের দুনিয়া থেকে বেরিয়ে নিজেদের প্রশান্তির খোঁজে দূরে কোথাও চলে যাবেন তারা। বিষয়টি নিয়ে এরই মধ্যে নানা আলোচনায় মুখর বলিউড। পাশাপাশি চলছে কানাঘুষাও। কিন্তু কেন এই কানাকানি? নিশ্চয়ই এর মধ্যে নতুন কোন রহস্য রয়েছে। হ্যাঁ, জানা গেছে রণবীর ও কাটরিনা অভিসারে যাওয়ার ব্যাপারটি একেবারে গোপন রাখতে চাইছেন। যেখানে প্রেম, লিভটুগেদার সবই প্রকাশ্যে চলছে সেখানে ঘুরতে যাওয়ার বিষয়টি কেন অগোচরে থাকবে। এমন প্রশ্নই করছেন বোদ্ধারা। গুঞ্জনে শোনা যাচ্ছে, গোপনে বেড়াতে যাওয়ার নামে বিয়ে করে সবাইকে চমকে দিতে চান এ দুই তারকা। আর একথা যখন বলিউডপাড়ায় ছড়িয়ে পড়ে তখনই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। কারণ এর আগেও এমন ঘটনা ঘটিয়ে নানা মুখরোচক আলোচনার জন্ম দিয়েছিলেন তারা।

সর্বশেষ আপডেটঃ ১:৩১ অপরাহ্ণ | জুন ০৭, ২০১৫