| বিকাল ৩:০৬ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ক্রিস গেইলের ঝড়

অন লাইন ডেস্ক, ৬ জুন ২০১৫, শনিবার:

ক্রিকেট বিশ্ব আরো একবার দেখলো ক্রিস গেইল ঝড়। নিজের নামের প্রতি সুবিচার করে এবার জেতালেন তার দল সমারসেটকে। ইংলিশ কাউন্টিতে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি লিগে মাত্র ৪৯ বলে ৮৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন এ ক্যারিবীয় দানব।

সফরকারী হ্যাম্পশায়ারের দেওয়া ১৬৭ রানের জবাবে নয় বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গেইলের দল সমারসেট। কাউন্টির সবচেয়ে ছোট মাঠ টাউনটনে গেইলের খেলা দেখতে এদিন সাড়ে ছয় হাজার সমর্থক মাঠে এসেছিলেন।

৩৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা গেইল শেষে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার ইনিংসটি ছিল চারটি বাউন্ডারি ও আটটি বিশাল ছক্কায় সাজানো। এ মৌসুমে সমারসেটের হয়ে গেইল এখন পর্যন্ত মাত্র তিন ম্যাচ খেলে ৩২৮ রান করেছেন।

সমারসেটের হয়ে আগের ম্যাচে গেইল একাই অপরাজিত ১৫১ রান করেছিলেন। তবে সে ম্যাচে তার দল তিন রানে হারে। দলের হয়ে প্রথম ম্যাচে তিনি ৯২ রান করেছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৯ অপরাহ্ণ | জুন ০৬, ২০১৫