| রাত ১১:৪৭ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আমির খানের বিরুদ্ধে আইনি নোটিশ

অন লাইন ডেস্ক, ৬ জুন ২০১৫, শনিবার:

২০০৯ সালের একটি নিষেধাজ্ঞা আইন অনুযায়ী কেন্দ্রের সাহায্য ছাড়া কেউ জাতীয় প্রতীক ব্যবহার করতে পারে না। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়াই একটি টিভি শো এ দেশের জাতীয় প্রতীক ব্যবহার করছেন বলিউড অভিনেতা আমির খান।

আর সে কারণেই আমিরের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন মনোরঞ্জন রায় নামে এক সমাজ কর্মী। ওই ব্যক্তির দাবি, ‘সত্যমেব জয়তে’ কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়াই দেশের প্রতীক ব্যবহার করেছেন।

জানা যায়, মনোরঞ্জন রায় এর তরফ থেকে আইনজীবী মনোজ সিংহ দ্বারা এই আইনি নোটিশ শো এর প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরন রাও এবং শো এর পরিচালক সত্যজিত ভাটকল এর কাছে পাঠানো হয়েছে।

‘সত্যমেব জয়তে’ প্রতীকটি ব্যবহারের ক্ষেত্রে সরকারের অনুমতির একটি লিখিত প্রমানপত্র দাখিল করতেও বলা হয়েছে ৫০ বছর বয়সী এই অভিনেতাকে। তা না হলে এ ব্যপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মনোরঞ্জন।

তবে এ ব্যাপারে এখনও আমির খান, কিরন রাও ও শো এর ম্যনেজারের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৫ অপরাহ্ণ | জুন ০৬, ২০১৫