| সকাল ৮:০৫ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তিন দিনেই টেস্ট জিতলো অস্ট্রেলিয়া

অন লাইন ডেস্ক, ৬ জুন ২০১৫, শনিবার:

তিন দিনেই ওয়েস্ট ইন্ডিজতে ডমিনিকা টেস্ট হারালো অস্ট্রেলিয়া। বুধবার শুরু হয়েছিল সিরিজের প্রথম টেস্ট। আর শুক্রবার ৯ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে অসিরা। এতে ২ ম্যচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৪৮ ও অস্ট্রেলিয়া ৩১৮ রান করে। ১৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপদে পড়ে ক্যারিবীয়রা। দ্বিতীয় দিনে ২৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা। তৃতীয় দিনের শুরুতে দলীয় ৩৭ রানের মাথায় ড্যারেন ব্রাভোকে হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে স্বাগতিকরা। কিন্তু চতুর্থ উইকেটে শেন ডরিচ ও মারলন স্যামুয়েলস ১৪৪ রানের জুটি গড়ে দলকে বড় লজ্জার হাত থেকে বাঁচাতে লড়েন। ডরিচ ৭১ ও স্যামুয়েলস ৭৪ রান করেন। কিন্তু তাদের এই লড়াই হার এড়ানোর জন যথেষ্ঠ ছিল। দ্বিতয়ি ইনিংসে তারা অলআউট হয় ২১৬ রানে। এতে শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৪৭ রান। এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় অসিরা। ডেভিড ওয়ার্নার ২০ বলে ২৮ রানে আউট হন। আর শন মার্শ ৭ বলে ১৩ ও স্টিভেন স্মিথ ৪ বলে ৫ রানে অপরাজিত থাকেন।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৮ অপরাহ্ণ | জুন ০৬, ২০১৫