| সকাল ৯:১৭ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় ভাষা সৈনিক শামছুল হকের কবর জিয়ারত পর্যটন লীগ নেতৃবৃন্দ

 

তারাকান্দা প্রতিনিধি॥০৫ জুন, শুক্রবার,

  আজ ময়মনসিংহের তারাকান্দায় প্রবীন আওয়ামীলীগ নেতা, ভাষা সৈনিক মরহুম শামছুল হক এমপির কবর জিয়ারত করেন ফুলপুর উপজেলা আওয়ামী পর্যটন লীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। ফুলপুর উপজেলা আওয়ামী পর্যটন লীগের নব নির্বাচিত কমিটির সভাপতি এ কে এম আহসানুল হক জনি ও সাধারন সম্পাদক তারেক হাসান সাগরের নেতৃত্বে নব নির্বাচিত কমিটি জুম্মার নামাজের পর তারাকান্দা বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মসজিদ সংলগ্ন মরহুমের কবর জিয়ারত করেন। মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস-বক অর্পণ করেন এবং মোনাজাত করা হয়। এসময় উপসি’ত ছিলেন মুক্তিযোদ্ধা শামছুল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক নাজমূল হাসান, সহ সম্পাদক আকাশ ও ফুলপুর উপজেলা পর্যটন লীগ নেতৃবৃন্দ।

সর্বশেষ আপডেটঃ ৮:২৮ অপরাহ্ণ | জুন ০৫, ২০১৫