| দুপুর ১২:৩৩ - সোমবার - ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে ২৫ টি গ্রামে বিদ্যুৎ লাইন উদ্বোধন করলেন-বিদ্যুৎ প্রতিমন্ত্রী- হামিদ

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ০৫ জুন, শুক্রবার

 বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এম.পি বলেছেন, বর্তমান জননেত্রী শেখ হাসিনা গনতান্ত্রিক সরকার দেশের সার্বিক বিদ্যুৎ খাত উন্নয়নে সাধ্যমত সবকিছু করে যাচ্ছে। তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ লাইন সংযোগ দিতে সরকার অঙ্গিকারাবদ্ধ।
প্রতিমন্ত্রী আজ  শুক্রবার (৫ জুন) সকাল ১১ টায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর শহীদ স্মৃতি আদর্শ কলেজ ময়দানে কিশোরগঞ্জ পলস্নী বিদ্যুৎ সমিতি নান্দাইল আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে উপজেলার ২৫ টি গ্রামে বিদ্যুৎ লাইন উদ্বােধন কালে এক জনসভায় এ কথা বলেন। পলস্নী বিদ্যুৎ নান্দাইল (০৬ এর) এলাকা পরিচালক মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ১৫৪-ময়মনসিংহ -৯ নান্দাইলের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আনোয়ারম্নল আবেদীন খান তুহিন, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধূরী স্বপন, বাংলাদেশ পলস্নী বিদ্যুৎতায়ন বোর্ডের পরিকল্পনা ও উন্নয়ন বোর্ডের সদস্য বাবু সুনিল চন্দ্র দে, বাংলাদেশ পলস্নী বিদ্যুৎতায়ন বোর্ড ময়মনসিংহ জোনের তত্ত্বাবধায়ক প্রকৗশলী বাবু বিরেন্দ্র চন্দ্র সরকার, কিশোরগঞ্জ পলস্নী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মনির উদ্দিন মজুমদার। বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এড.মোঃ জালাল উদ্দিন, ৪নং চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ভ’ইয়া, প্রমূখ। প্রধান অতিথিকে ক্রেস্ট ও পুস্পসত্মবক দিয়ে বরন করে নেয়া হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল সহকারে সভায় যোগদান করেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় জনসভা মঞ্চে সুইচটিপে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ গ্রামে বিদ্যুৎ লাইনের শুভ উদ্ধোধন করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোয়াজ্জেম হোসেন মিল্টন ভ’ইয়া।#

সর্বশেষ আপডেটঃ ৮:১২ অপরাহ্ণ | জুন ০৫, ২০১৫