করিমগঞ্জে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি ●০৫ জুন, শুক্রবার
কিশোরগঞ্জের করিমগঞ্জে পুকুরের পানিতে ডুবে তুলি (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার নয়াকান্দি গ্রামের লিটন মিয়ার কন্যা ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। শুক্রবার সকালে বাড়ির পাশে সহপাঠীদের সাথে খেলতে গিয়ে এক পর্যায়ে তুলি পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মুমূর্ষু অবস’ায় উপজেলা স্বাস’্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।