ওয়্যারলেস ব্রডব্যান্ডের আওতায় আসবে সারা দেশ

সারাদেশের মানুষের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন প্রকল্প হাতে নিয়েছে সরকার। ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি জানান, জনগণকে ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে দেশের সবকটি জেলার ১০০৬টি ইউনিয়নে প্রায় ১১ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনের কাজ চলছে।
তিনি আরও জানান, দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হওয়ার মাধ্যমে শীঘ্রই ব্যান্ডউইথ ক্যাপাসিটি ২০০ জিবিপিএস থেকে ১,৩০০ জিবিপিএসে উন্নীত করা হবে।