| সন্ধ্যা ৭:০৫ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ পৌরসভার প্রাক বাজেট বিষয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ ০৩ জুন, বুধবার,

ময়মনসিংহ পৌরসভার-২০১৫-১৬ অর্থবছরের আসন্ন বাজেটে দারিদ্র বান্ধব বরাদ্ধ বৃদ্ধির জন্যে দরিদ্র কমিউনিটির পক্ষ থেকে বাজেট প্রস্তাবনা নিয়ে প্রাক-বাজেট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে পৌরসভার শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জননন্দিত পৌর মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম তারিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিয়া, পৌরসভার সচিব মোঃ জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র-২ মোঃ নজরুল ইসলাম, টাউন ম্যানেজার মোঃ গোলাম মোস্তফাসহ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ। ২০১৫-১৬ অর্থ বছরের প্রস-াবনা বাজেট পেশ করেন পৌরসভার সিডিসি ফেডারেশনের চেয়ারম্যান শামীমা চৌধুরী, প্রাক বাজেটে নগরের দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য সম্মত ও নিরাপদ পরিবেশে বসবাসের জন্য সহযোগিতা এবং তাদের আয় সম্পদ বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়।

সর্বশেষ আপডেটঃ ১০:১৪ অপরাহ্ণ | জুন ০৪, ২০১৫