| রাত ১:০০ - রবিবার - ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় সরকারী জায়গা নিয়ে সরকার দল মূখোমূখি

নেত্রকোনা প্রতিনিধি : ০৩, জুন, বুধবার,

সদর উপজেলার সাকুয়া বাজারে সরকারী জায়গায় ঘর উঠানো নিয়ে স্থানীয় সরকার দলের সমর্থক দুই ভাগ হয়ে মূখোমূখি অবস্থানে। আজ বুধবার দুপুরে এক পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে বাজারে মহড়া দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিসি’তি নিয়ন্ত্রন করে।
জানা গেছে, ঢাকা- নেত্রকোনা মহা সড়কের পাশে সদর উপজেলার সাকুয়া বাজারে সরকারী জায়গায় বেশ কিছু দোকানপাট গড়ে উঠে। এলাকার লোকজন ওই বাজারে ব্যবসা করছিল। সমপ্রতি সরকার দল সমর্থক নয়ন মিয়া বাজার ইজারা পান। এরই মধ্যে আজ বুধবার অপর সরকার দল সমর্থক আপেল, মতি মিয়া বাজারের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ শুরু করে। এলাকাবাসীকে নিয়ে এতে বাধা দেন নয়ন, সিরাজ মিয়া। এক পর্যায়ে আপেল ও তার লোকজন রামদা নিয়ে প্রকাশ্যে বাজার এলাকায় মহড়া দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মাছুদুল আলম জানান, সাকুয়া বাজারে ঘর উঠানো নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ ঘটনাস’ল পরিদর্শণ করেছে।

সর্বশেষ আপডেটঃ ৬:১১ অপরাহ্ণ | জুন ০৩, ২০১৫