| সন্ধ্যা ৬:০০ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিঙ্গাপুর থেকে ফিরেই শুটিং শুরু করলেন শাকিব

অন লাইন ডেস্ক,৩ জুন,বুধবার:

দেশে ফিরেই নতুন ছবির শুটিং শুরু করলেন নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে রোববার রাত ১০টায় দেশে ফিরেছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। গতকাল বিকাল থেকেই তিনি মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ছবি ‘সম্রাট’-এর শুটিং করেছেন এফডিসির ৩ নাম্বার ফ্লোরে। সিঙ্গাপুর থেকে ফিরে শাকিব জানান, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক ইয়সিং কং তার চিকিৎসা করেছেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। গুরুতর কিছুও তার হয়নি। চিকিৎসক জানিয়েছেন, মূলত গ্যাসজনিত কারণেই অসুস্থবোধ করেছিলেন তিনি। এ কারণেই তখন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন শাকিব। তিনি বলেন, সিঙ্গাপুরের ডাক্তার নানা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, আমার পেটে অতিরিক্ত গ্যাস জমার কারণে ব্যথা করতো। অন্য কিছু না। তিনি আমাকে স্বাভাবিক খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন, টেনশন না করার জন্য। শাকিব খান বলেন, সিঙ্গাপুর যাওয়ার একদিন পরেই আমি ঘোরাঘুরি আর শপিং করে কাটিয়েছি। ডাক্তার আমাকে কিছু ওষুধ দিয়েছেন গ্যাসের। বলেছেন, এই ওষুধেই চলবে। অন্যকিছুর প্রয়োজন নেই। শাকিব বলেন, আমার অসুস্থতা নিয়ে নানা কথা আমার কানেও এসেছে। আমি চলচ্চিত্র শিল্প এবং আমার ভক্তদের বলতে চাই, মহান আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। নিজের কাজ করছি। নিজের মনের সংশয় দূর করার জন্য সিঙ্গাপুর গিয়েছিলাম।

সর্বশেষ আপডেটঃ ১:০৯ অপরাহ্ণ | জুন ০৩, ২০১৫