| রাত ১১:০২ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ডিগনিটি টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানায় অাগুন লেগেছে।

রোববার দুপুর দুইটায় এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুনের সূত্রপাত কিভাবে ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে শ্রীপুর, ভালুকা ও গাজীপুর ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, ডিগনিটি টেক্সটাইলের ছয়তলা ভবনের চারতলায় প্রথমে আগুন লাগে। এরপর তা ভবনের ভেতরে ছড়িয়ে পড়ে। ধোঁয়া বের হতে থাকলে ভবনের ভেতরে থাকা লোকজন বাইরে চলে আসেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ১০:০৪ অপরাহ্ণ | মে ৩১, ২০১৫