| সন্ধ্যা ৭:৩৬ - বৃহস্পতিবার - ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৭ই রমজান, ১৪৪৪ হিজরি

মানবপাচার ও গণধর্ষণ বন্ধের দাবিতে কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির মানববন্ধন

 

কিশোরগঞ্জ প্রতিনিধি ●৩০ মে ২০১৫, শনিবার:
চাকরির নামে মানবপাচার ও গণধর্ষণ বন্ধের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা গণতন্ত্রী পার্টির উদ্যোগে শহরের কালিবাড়ি এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এতে বক্তৃতা করেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, সহ-সভাপতি গিয়াসউদ্দিন খান মিলকি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, জেলা মহিলা পরিষদ সভানেত্রী সুলতানা রাজিয়া, সম্পাদিকা অ্যাডভোকেট মায়া ভৌমিক, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব আব্দুল আউয়াল, নারী নেত্রী বিলকিস বেগম, বোরহানউদ্দিন সুধা, হাবিবুর রহমান দুলাল প্রমুখ। বক্তারা সামপ্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু গণধর্ষণের বিরম্নদ্ধে ড়্গোভ প্রকাশ করে বলেন, সবগুলো ঘটনার সুষ্ঠু বিচার হলে দুর্বৃত্তরা একের পর এক এ ধরনের ঘটনা ঘটাতে সাহস পেত না। এসব দুর্বৃত্তদের পাশাপাশি চাকরির প্রলোভন দেখিয়ে মানবপাচারের সঙ্গে জড়িত দালাল চক্রের সদস্যদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৫ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫