| ভোর ৫:৪২ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়ায় বিএনপিতে হাতাহাতি ঃ অনুষ্ঠান পন্ড

 

আব্দুস ছাত্তার, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) ঃ  ৩০ মে ২০১৫, শনিবার:
ফুলবাড়ীয়া উপজেলায় বিএনপি শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠানে হাতাহাতির ঘটনা ঘটেছে। পন্ড হয়ে গেছে শাহাদত বার্ষিকীর অনুষ্ঠান। দীর্ঘ বিরতীর পর রাজনীতিতে হঠাৎ করে আবার সরব উপজেলার বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমদকে নিয়ে মুলত এ হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিগত ২০১৪ সালের ২৯ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় ফুলবাড়ীয়ায় কালো পতাকা মিছিলের অংশ নিয়েছিলেন উপজেলা বিএনপি’র এ কান্ডারী।
১৬ মাস ১ দিন বিরতীর পর শনিবার বিএনপির প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে সদরের মেইন রোডস্থ উপজেলার দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপির সভাপতি। শনিবার অনুষ্ঠান শুরুর আগেই পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুল কবীর সালেক, সহ-সভাপতি গোলাম কিবরিয়া মজনু, শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আ. ছাত্তার, জিহাদ, বাদল মিয়া ও আলমগীরের নেতৃত্বে যুবদল নেতা কর্মীরা ১৬ মাস তিনি কোথায় ছিলেন জানতে চাইলে হাতাহাতি শুরম্ন হয়। এক পর্যায়ে ছিনিয়ে নেয়া হয় মাইক। শাহাদত বাষির্কীর অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এ নিয়ে বিএনপির দুই গ্রম্নপে উত্তেজনা বিরাজ করছে। পরে বিএনপি’র সিনিয়র নেতা-কর্মীদের হস্তক্ষেপে টানটান উত্তেজনার মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
উলেস্নখ্য, বিস্ফোরক ও গাড়ী ভাংচুর মামলায় পৌর যুবদলের ১০ নেতাকর্মীর বিরম্নদ্ধে চার্জশীট দাখিল করার পরও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমদ কোন খোঁজ খবর না নেয়ার এ হাতাহাতির ঘটনা ঘটে। #

সর্বশেষ আপডেটঃ ৬:০১ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫