| দুপুর ২:৪০ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

‘সিল্ক রোড’ প্রতিষ্ঠাতার যাবজ্জীবন কারাদণ্ড

অন লাইন ডেস্ক, ৩০ মে ২০১৫, শনিবার:

মাদক ও অবৈধ ওষুধ কেনাবেচার ওয়েবসাইট ‘সিল্ক রোড’ প্রতিষ্ঠাতা রস আলব্রিখটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মার্কিন এক আদালত।
শনিবার (৩০ মে) মাদক চোরাচালান, মানি লন্ডারিং ও কম্পিউটার হ্যাক করার অভিযোগে ৩১ বছর বয়সী রসের বিরুদ্ধে এ সাজার আদেশ দেন নিউইয়র্কের একটি নিন্ম আদালত।
ফেডারেল প্রসিকিউটররা জানান, রস আলবিখট বিশ কোটি ডলারের বেশি অর্থের মাদক চোরাচালান করেছেন অথবা এ কাজে সহায়তা দিয়েছেন।
জানা গেছে, ‘সিল্ক রোড’ নামের ওয়েবসাইটিটি সর্বপ্রথম ২০১১ সালে খোলা হয়। হ্যান রাজবংশের (খ্রিষ্টপূর্ব ২০৬-২২০ খ্রিষ্টাব্দ) সময় আফ্রো-ইউরেশিয়া অঞ্চলে ছদ্মবেশধারী ডাকাতদের একটি জনপ্রিয় রুটের নাম থেকে এই নামটি নেওয়া হয়।
ওয়েবসাইটটিতে ব্যবহারকারীরা নিজের নাম ও পরিচয় লুকিয়ে প্রবেশ করতে পারতো। এমনকি এর সিকিউরিটি সিস্টেম এতোটা সুরক্ষিত করা ছিল যে, ব্যবহারকারীর আইপি এড্রেস দিয়েও তাদের অবস্থান নিশ্চিত করা সম্ভব ছিল না।
২০১৩ সালে মাদক চোরাচালানের দায়ে আলব্রিখটকে আটক করে পুলিশ। সেই সঙ্গে ‘সিল্ক রোড’ ওয়েবসাইটটি বন্ধ করে দেয় এফবিআই।
আদালতে দাখিল করা প্রতিবেদনে তদন্তকারী প্রতিষ্ঠান এফবিআই জানিয়েছে, সিল্ক রোডের ব্যবহারকারীর সংখ্যা দশ লাখেরও বেশি। কিন্তু এদের মধ্যে ক’জন সক্রিয় ছিল, তা জানা সম্ভব হয়নি।
সাজা ঘোষনার সময় বিচারক ক্যাথেরিন ফরেস্ট বলেন, অন্য যেকোনো মাদক চোরাচালানীর চেয়ে আলব্রিখট কোনো অংশেই ভালো মানুষ নন।

 

সর্বশেষ আপডেটঃ ৫:১৮ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫