| দুপুর ১:০০ - রবিবার - ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

দীপিকা এখন ঢাকায়

অন লাইন ডেস্ক, ৩০ মে ২০১৫, শনিবার:

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখন ঢাকায়। আজ শনিবার (৩০ মে) দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ফ্যাশন শোতে অংশ নিতে এসেছেন ২৭ বছর বয়সী এই তারকা।

এটাই দীপিকার প্রথম ঢাকা সফর। আয়োজক সূত্রে জানা যায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির রাজদর্শনে বিকেল ৫টায় মহড়া করতে আসবেন তিনি। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

দীপিকা সম্প্রতি লাক্সের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এর অংশ হিসেবে ঢাকায় আয়োজন করা হয়েছে ‘অ্যা মেসমারাইজিং ফ্রাগ্র্যান্ট ইভেনিং’।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৭ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫