| সকাল ১০:৪১ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেপালে ৪ মাত্রার ওপর ৪টি মৃদু ভূকম্পন অনুভূত, এ পর্যন্ত ২৮৯টি পরাঘাত

অন লাইন ডেস্ক, ৩০ মে ২০১৫, শনিবার:

ভূমিকম্প-বিধ্বস্ত নেপালে একের পর এক পরাঘাত (আফটার শক) আঘাত হানছে। গতকালও গড়ে রিখটার স্কেলে ৪ মাত্রার ওপর ৪টি মৃদু ভূকম্পন অনুভূত হয় দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এটি আঘাত হানে। ভূকম্পনটির কেন্দ্র ছিল গোর্খা-ধাদিয়াং জেলার মধ্যবর্তী স্থানে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। গত ২৫শে এপ্রিলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর দেশটিতে এ পর্যন্ত রিখটার স্কেলে ৪ মাত্রা বা তারও বেশি মাত্রার ২৮৯টি পরাঘাত আঘাত হেনেছে। এর মধ্যে গত ১২ই মে ৭ দশমিক ৩ মাত্রার বড় আরেকটি ভূমিকম্পও রয়েছে। রাজধানী কাঠমান্ডুর ন্যাশনাল সিসমোলজিক্যল সেন্টার জানিয়েছে, গতকাল অপর একটি ভূমিকম্প অনুভূত হয় স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়। রিখটার স্কেলে ভূকম্পনটির কেন্দ্র ছিল গোর্খা জেলায়। রাত ১২টা ৩৭ মিনিট ও ভোর ৫টা ২০ মিনিটে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ডেলাখা ও ধাদিয়াং জেলায় এ দুটি ভূকম্পন অনুভূত হয়। এদিকে ভূমিকম্প-বিপর্যস্ত নেপালে এ পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৯,০০০ এবং ২১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ১২:৩৭ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫