| রাত ১২:৩৭ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জামিন পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক, ২৯ মে, শুক্রবার,

ভারতের শিলংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ জামিন পেয়েছেন। আজ দুপুরে শিলং জেলা জজ আদালত তাকে জামিন  দেন। এর আগে বুধবার শিলং আদালত সালাহউদ্দিনকে ১৪ দিনের  জেল হেফাজতে পাঠিয়েছিল। কিন্তু কারাগারে নেয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ ৬২ দিন নিখোঁজ থাকার পর গত ১১ই মে ভারতের শিলংয়ে হাত-বাধা অবস্থায় ছেড়ে দেয়া হয় সালাহউদ্দিন আহমেদকে।  পরে তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে সেখানকার পুলিশ  আটক করে হাসপাতালে ভর্তি করে।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৭ অপরাহ্ণ | মে ২৯, ২০১৫