| সকাল ৬:০৯ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে নকল ঔষধ-প্রসাধনী উদ্ধার কারখানা মালিক ও সহযোগীর কারাদন্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি ●২৭ মে ২০১৫, বুধবার:
কিশোরগঞ্জে নকল ঔষধ ও প্রসাধন সামগ্রী উৎপাদন ও বিপননের দায়ে কারখানা মালিক শহিদুল ইসলাম (৪০) ও একই নামে (৩৫) তার এক সহযোগীকে ২ বছরের কারাদন্ড এবং তিন লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার ভ্রাম্যমান আদালতের বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দ-াদেশ দেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের বত্রিশ আমতলী খালপাড় এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক মেজর মো. রিয়াদুল ইসলামের নেতৃত্বে অভিযানে মা মেডিক্যাল কোম্পানী নামে ওই কারখানার গোডাউন থেকে বিভিন্ন নকল দ্রব্যাদি তৈরির মেশিনসহ বিপুল পরিমাণ নকল দাঁতের মাজন, ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিম, ভিক্স, টাইগারবাম, বিভিন্ন ধরনের সিরাপ, ব্যাথানাশক স্প্রে, যৌন উত্তেজক ট্যাবলেট, চুলকানীর মলম এবং বিভিন্ন প্রকার ভিটামিন সিরাপ জব্দ করা হয়। দ-িত কারখানা মালিক মো. শহিদুল ইসলাম নরসিংদীর ব্রাহ্মন্দী এলাকার মৃত একেএম শামছুদ্দিনের ছেলে এবং তার সহযোগী শহিদুল ইসলাম কিশোরগঞ্জ শহরতলীর রশিদাবাদ এলাকার মো. রজব আলীর ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, বত্রিশ আমতলী খালপাড়ের দুলাল মিয়ার বাড়ি ভাড়া নিয়ে মা কেমিক্যাল কোম্পানী নাম দিয়ে দীর্ঘদিন যাবত নকল ঔষধ ও প্রসাধন সামগ্রী উৎপাদন করে আসছিলেন নরসিংদীর ব্রাহ্মন্দী এলাকার শহিদুল। একই নামের সদরের রশিদাবাদ এলাকার আরেক ব্যক্তি এ কাজে তাকে সহায়তা করে আসছিলেন। এছাড়া ওই কারখানার উৎপাদিত সামগ্রীর বিএসটিআই অনুমোদন না থাকলেও কারখানা মালিক শহিদুল নিজে নিজেই বিএসটিআই সীল মোহরযুক্ত বিভিন্ন দ্রব্যাদির লেবেল/মোড়ক তৈরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে অনত্মত ৫ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন নকল ঔষধ ও প্রসাধন সামগ্রী উদ্ধার এবং কারখানা মালিক শহিদুল ও তার এক সহযোগীকে আটক করে র‌্যাব। ভ্রাম্যমান আদালতে সাজা প্রদানের পর তাদেরকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৯ অপরাহ্ণ | মে ২৭, ২০১৫