| রাত ৯:৫৮ - বুধবার - ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি

সালমান খানের সিনেমার প্রচারণায় ২ খান

অনলাইন ডেস্ক,২৭ মে ২০১৫, বুধবার:

সালমান খানের সিনেমার ফার্স্ট লুক মুক্তি পেল শাহরুখ খানের টুইটে৷ মুহূর্তের মধ্যে মিডিয়ায় ছড়িয়ে গেলো সে খবর। যে কোনও প্রমোশনাল ইভেন্টের থেকে বেশী প্রতিক্রিয়া তৈরি করল শাহরুখের টুইট।

‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমানকে কেমন দেখা যাবে তার একটি ছবি প্রথম টুইটারে পোস্ট করেন শাহরুখ খান।

গতকাল মঙ্গলবার পোস্ট করা ওই ছবির ক্যাপশনে শাহরুখ লিখেন, ‘আমি বিশ্বাস করি, নায়ক হওয়ার চেয়ে একজন ভাই হওয়া অনেক বড় একটি ব্যাপার। ‘‘ভাইজান’’ আসছে ২০১৫ সালের ঈদে।’

ভক্তদের উদ্দেশে শাহরুখ আরও লেখেন, ‘প্রথম ছবিটি আপনারা কতোটা পছন্দ করলেন?’

শাহরুখ ও আমির টুইটারে পোস্ট করার পর সালমানের এই ছবিটি প্রকাশ করা হয় ‘বজরঙ্গি ভাইজান’ ছবির অফিশিয়াল ওয়েবসাইটে।

কেবল শাহরুখই নন, আমির খানও ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রচারণা চালিয়েছেন টুইটারে।

‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমানকে কেমন দেখা যাবে তার প্রথম ছবি আমিরও পোস্ট করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। পাশাপাশি ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রচারণা চালাতে আমির টুইট করেন, ‘শিগগির আসছে।’

ইতিমধ্যে বলিউডে বলাবলি করছে, সালমানের ছবির প্রচার করছেন স্বয়ং শাহরুখ, এর বেশী আর কী চাওয়া যেতে পারে৷ টুইটার উপচে পড়ছে শাহরুখের প্রশংসায়৷ এক ধাক্কায় নিজের ফ্যান তো বটে, হিন্দি সিনেমার সব ফ্যানদের চোখে নিজেকে এমন উচ্চতায় তুলে নিয়ে গেলেন বলিউড বাদশা।

টুইট তো বলিউডের প্রায় সব সেলিব্রেটিরাই করেন, কিন্তু কোন সময়ে কোন টুইটে বাজিমাত করা যায়, তা বোধহয় একমাত্র শাহরুখই জানেন৷

সর্বশেষ আপডেটঃ ৪:৪৭ অপরাহ্ণ | মে ২৭, ২০১৫