| রাত ১২:৫৮ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সরকারের অর্জন ও উন্নয়ন নিয়ে বাজিতপুর আলোচনা সভা

 

বাজিতপুর সংবাদদাতা ঃ ২৬ মে ২০১৫, মঙ্গলবার,
কিশোরগঞ্জের বাজিতপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে  আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে জেলা তথ্য অফিসের সহায়তায় বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে অবহিত করণ এবং উন্নয়ন কার্জক্রমে সম্পৃক্ত করণের লক্ষে প্রেস ব্রিফিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বর্তমান সরকারের ১৭ টি উন্নয়ন ও সাফল্য অর্জনের খাত সমূহ আলোকপাত করা হয়। তম্মদে বিশ্ব মন্ধা সত্বেও বাংলাদেশে গড়ে সাড়ে ছয় শতাংশ, একুশ লক্ষ জনশক্তি বিদেশে কর্মসংস্থান, ৪১ হাজার অসহায় দরিদ্র মানুষকে সরকারি খরচের আইনগত সহায়তা দেওয়া হয়েছে, নারী ও শিশু পাচার বন্ধ, প্রতিটি ইউনিয়নে ইন্টারনেট সার্ভিস ও তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে, সমুদ্র জয়ের ফলে ১ লক্ষ ১১ হাজার ৬৩১ বর্গ কিলোমিটার অধিকার প্রতিষ্ঠিত, ৩,৮৪৫ মেগাওয়াট ক্ষমতার ৫৪ টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, প্রতি বছর ৭৮ লক্ষ শিক্ষার্থীকে উপবৃত্ত্বি ২৭ কোটি বিনা মূল্যে বই বিতরণ, ২৬,২০০ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করণ, ২০,৫০০ মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস ও চালু হয়েছে। এ সময় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মেরাজ উদ্দিন আহাম্মেদ, জেলা তথ্য প্রোগ্রাম অফিসার সত্যেন্দ্র চন্দ্র পাল, বাজিতপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফুল কবির রানা ও বাজিতপুর প্রেস ক্লাবের কোষাধড়্গ মহিউদ্দিন লিটন প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ৮:৪০ অপরাহ্ণ | মে ২৬, ২০১৫