| সকাল ৮:২৬ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পাকুন্দিয়ায় সাপের ছোবলে কলেজ ছাত্রের মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা,২৬ মে ২০১৫, মঙ্গলবার,
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাপের ছোবলে আসাদ (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ছাত্রের মৃত্যু হয়। সে পাকুন্দিয়া পৌরসদরের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে ও কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ছিল।

পাকুন্দিয়া পৌর কাউন্সিলর মোবারক হোসেন বলেন, রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে যাওয়ার পথে সাপে কাটে আসাদকে। পরে রাতেই স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুক করানো হয়। সকালেও অবস্থা ভাল ছিল কিন’ ক্ষানিকপর ৯টার দিকে ছটফট করতে থাকে আসাদ। পরে তাকে সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থয কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ আপডেটঃ ৫:২১ অপরাহ্ণ | মে ২৬, ২০১৫