| দুপুর ২:০৫ - শনিবার - ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভালুকায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

 অনলাইন ডেস্ক, ২৬ মে ২০১৫, মঙ্গলবার,

ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহের জেরে তাহমিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার মাস্টারবাড়ি এলাকায়। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার শিবচর উপজেলার দৌলতপুর গ্রামের মোতালেব মুন্সীর ছেলে ফরহাদ হোসেন (৩২) স্ত্রী তাহমিনা আক্তার ও ৭ বছরের শিশু ছেলেকে নিয়ে উপজেলার মাস্টারবাড়ি আব্দুর রহিমের বাসায় ভাড়ায় থেকে স্থানীয় বাদশা টেক্সটাইল মিলে ইলেক্ট্রনিক মিস্ত্রি হিসেবে চাকুরী করে আসছিল।

পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সকালে সবার অজান্তে তাহমিলা আক্তার গলায় উড়না পেঁচিয়ে বসতঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে।  খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ফরহাদকে আটক করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৫:১৫ অপরাহ্ণ | মে ২৬, ২০১৫