| রাত ২:২২ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ত্রিশালে দরিরামপুর নজরুল মেলা থেকে দুই জুয়াড়ি আটক

 

অনলাইন ডেস্ক, ২৬ মে ২০১৫, মঙ্গলবার:

ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুরের নজরুল একাডেমি মাঠের নজরুল মেলা থেকে জুয়া খেলার সময় দুই জুয়াড়িকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মল্লিকা খাতুন।  সোমবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে মাঠের উত্তর-পশ্চিম প্রান্ত থেকে তাদের আটক করা হয়। আটক দু’জন হলেন- মোশাররফ হোসেন (২৮) ও সামু মিয়া (৫০)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিভীষণ কান্তি দাশ এ খবর নিশ্চিত করেন।  ওসি মনিরুজ্জামান জানান, বেশ কয়েকজন জুয়া খেলা অবস্থায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন দু’জনকে ধরে ফেলেন। বাকিরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে দুই জুয়াড়িকে তিনি ত্রিশাল থানায় সোপর্দ করে যান।

সর্বশেষ আপডেটঃ ৩:৫৫ অপরাহ্ণ | মে ২৬, ২০১৫