| সকাল ৭:৩৬ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কেন্দ্রীয় নজরুল সেনা আয়ােজিত আলোচনা সভায় বক্তারা নজরুল ছিলেন অসামপ্রদায়িক চেতনার মানবতা ও সাম্যের কবি

 

স্টাফ রির্পোটার : ২৫ মে ২০১৫, সোমবার:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নজরুল সেনা আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, নজরুল ছিলেন অসামপ্রদায়িক চেতনার মানবতা ও সাম্যের কবি। বক্তারা আরো বলেন, নজরুলের গান ও কবিতা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রেরনা ছিল। তাকে জাতীয় কবির মর্যদা দিলেও তিনি ছিলেন সমগ্র মানব জাতির সম্পদ। আমাদের জীবন জাগরনে নজরুল সর্বদাই প্রেরনা দিয়ে থাকেন। আজ সোমবার সকালে শহরের শ্যামাচরণ রায় রোডস’ কেন্দ্রীয় নজরুল সেনার মিলনায়তনে নজরুল সেনা স্কুলের প্রধান শিক্ষিকা সানোয়ারা খানমের সভাপতিত্বে ও স্কুলের সিনিয়র শিক্ষিকা আফসানা পারভীন পাপরীর পরিচালনায় নজরুল সেনা স্কুল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি শামসুুল ফয়েজ, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মতিউল আলম, বিশিষ্ট নজরুল গবেষক সারোয়ার চৌধুরী, বিশিষ্ট শিল্পী ওস্তাদ শাহবুদ্দিন খান, ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক নজীব আশরাফ, নজরুল সেনা পরিচালনা কমিটির সদস্য মাহবুব হোসেন সেলিম, ইফতেখারুল হাসান বুলবুল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় নজরুল সেনার সচিব ও বরেণ্য শিশু সংগঠক সদ্যপ্রয়াত জি.ই.এম ফারুকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে নজরুলের গান, আবৃত্তি ও নাচ পরিবেশন করে স্কুলের শিশু শিক্ষার্থীরা। অনুষ্ঠানে একক গান পরিবেশন করে প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী আনিকা তাহসিন, বাচিক শিল্পী ওমর ফারুকের পরিচালনায় আবৃতিতে অংশ নেয় তোয়া, জাওয়াদ, রিজভি, ওয়ারিশা, রূপকথা, মিমি, সোহা, রাফা, রাইফা, হুমাইরা, তানভির, মাইশা, আদনান, মারিয়া এবং বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক মিল্টনের পরিচালনায় নৃত্যানুষ্ঠানে অংশ নেয় আদ্রিজা, নাফিসা, রূপকথা, আদিবা, পৃথা, ইমিতা, তোরা, অরিনা ও অপসরা।

সর্বশেষ আপডেটঃ ৭:২২ অপরাহ্ণ | মে ২৫, ২০১৫