| দুপুর ২:১০ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রেস ক্লাবের বর্তমান কমিটি দায়িত্ব পালন করে যাবে

অনলাইন ডেস্ক | ২৫ মে ২০১৫, সোমবার,

নতুন নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত প্রেস ক্লাবের বর্তমান কমিটি দায়িত্ব পালন করে যাবে। দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের নতুন তফসিল আলোচনা করে পরে ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করবে। সম্প্রতি প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটির এ সিদ্ধান্তের কথা জানিয়ে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ সদস্যদের একটি চিঠি দেন।
সর্বশেষ ২৯শে মে প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তবে নির্বাচন কমিটি পদত্যাগ করায় এ তফসিল বাতিল হয়ে গেছে। এর আগে গঠনতন্ত্র অনুযায়ী গত ডিসেম্বরে প্রেস ক্লাবে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তবে নির্বাচন নয়, সমঝোতার মাধ্যমে পদ ভাগভাগির জন্য সরকার সমর্থক সাংবাদিকদের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়। সে সময় নির্বাচন স্থগিত করে দেয়া হয়। ভেতরে ভেতরে দেন-দরবার চলতে থাকে সমঝোতার জন্য। এরই মধ্যে এক ধরনের সমঝোতায় পৌঁছেও যায় সরকার ও বিরোধী সমর্থক সাংবাদিকরা। সরকার সমর্থক সাংবাদিক নেতা গোলাম সারওয়ারকে সভাপতি এবং জামায়াত সমর্থক সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠনের প্রচেষ্টা নেয়া হয়। সমঝোতা অনুসারে আওয়ামী লীগপন্থিদের সভাপতিসহ ৭টি পদ এবং বিএনপি-জামাতপন্থিদের সাধারণ সম্পাদকসহ ১০টি পদ দেয়ার কথা ছিল। তবে সরকার ও বিরোধী সমর্থক সাংবাদিকদের একটি অংশ এ সমঝোতা প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করে। তারা ভোটে অংশ নিতে মনোনয়নপত্রও দাখিল করেন। তবে চাপের মুখে নির্বাচন কমিটির সদস্যরা পদত্যাগ করেন।

সর্বশেষ আপডেটঃ ১:২১ অপরাহ্ণ | মে ২৫, ২০১৫