| দুপুর ২:০২ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হলেই কেবল উন্নয়ন সম্ভব-জেলা প্রশাসক

এএইচএম মোতালেবঃ ২৩ মে ২০১৫, শনিবারঃ
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি’), জাইকা ও ময়মনসিংহ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রমাসকের সম্মেলন কক্ষে ইমপ্রুভিং পাবলিক সার্ভিস থ্রো টোটাল কুয়ালিটি ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জনসেবার মান উন্নয়ন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের উপ-পরিচালক পরিচালক এ কে এম এনামুল হক, ন্যামনাল একাডেমী ফর প্রাইমারী এডুকেশন(নেপ) এর মহাপরিচালক মোঃ ফজলুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশস’ জাইকার প্রতিনিধি টিম লিডার ইয়োজিরো ফুজিওয়ারা, জাইকা প্রকল্প সমন্বয়কারী মাসাতুশি হিগুচি, বিপিএটিসি পরিচালক মোঃ সোহেল ইমাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক(প্রশাসন) রবীন্দ্র নাথ শর্মা, স’ানীয় সরকার উপ-পরিচালক নুরুল আলম, ডেপুটি ডিরেক্টর আতিকুজ্জামান, ডেপুটি ডিরেক্টর এএফএম আমির হোসাইন প্রমূখ। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম) পদ্ধতিতে সরকারী সেবার মান উন্নয়ন প্রকল্প বাস-বায়নের মধ্যে দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তনে আরো ভালো কিছু করার কাজটিকে এগিয়ে নিতে হবে। জাইকা কাইজেন ইহা একটি জাপানী শব্দ এখানে কাই শব্দের অর্থ পরিবর্তন এবং জেন আরো ভালো করা। এ দু্‌’মিলে অব্যাহত উন্নয়ন এর অর্থহলো আমরা কিছুতেই থামবোনা। জেলা প্রশাসক মুস-াকীম বিল্লাহ ফারুকী বলেন সাধারন কাজগুলো যদি আমরা সহজেই নিয়ন্ত্রন করতে পারি তা হলেই কেবল আমরা আমাদের কাংখিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। তিনি সকলকেই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার জন্য আহবান জানিয়েছে। প্রবন্ধের উপর মুক্তালোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন, জেলা কমান্ডেন্ট আনসার ভিডিপি জিয়াউল হাসান, দৈনিক খবর ময়মনসিংহ জেলা প্রতিনিধি এএইচএম মোতালেব, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম ফয়জুল হক, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, অংশ এ সেমিনার জেলা ও বিভাগীয় পর্যায়ে উপজেলা অনুষ্ঠিত হলো। ২৪ও ২৭ তারিখ মেয়াদে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে তাঁদের অধীনস’ উপজেলা কর্মকর্তাদের নিয়ে এ্যাকশন প্লান ওয়ার্কসপ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ আপডেটঃ ৬:০০ অপরাহ্ণ | মে ২৩, ২০১৫