ভালুকায় ইভটিজিং এর অপরাধে ২ বছর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥ ২২ মে, শুক্রবার,
ভালুকা উপজেলার মেহেরাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার স্বর্ণা (১২) সাথে ইভটিজিং করার অপরাধে আজ শুক্রবার বিকালে পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর গ্রামে সলিম উদ্দিনের ছেলে মোহসিন আলী (৩২) ২বছরের স্বশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও উপজেলার হবিরবাড়ী গ্রামের সিরাজ উদ্দিন ছেলে আঃ খালেক (৪৫) কে মাদক সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভালুকা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার।