ত্রিশালে গৃহবধূর আত্নহত্যা

ত্রিশাল ব্যুরো অফিস, ২২ মে, শুক্রবার,
ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়নের চর বাগাদারীয়া গ্রামের এক গৃহবধূ আত্নহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদনেত্মর জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দিনাগত রাত ১২ টার দিকে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের চর বাগাদারীয়া গ্রামের সুমন মিয়া (২৪) ও তার স্ত্রী সুমা আক্তার (২০) এক সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।
রাতের যে কোন সময় সুমা আক্তার নিজ ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে বলে দাবী করেছেন নিহতের স্বামী সুমন মিয়া। তবে এটি হত্যা না আত্নহত্যা এ নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। নিহত সুমার ৮ মাসের একটি মেয়ে সনত্মান রয়েছে। তার নাম সোহানা খাতুন।
মামলার তদনত্মকারী কর্মকর্তা এস.আই আফতাব আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদনেত্মর জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।