| রাত ৪:১০ - শনিবার - ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে শেরপুরকে হারিয়ে ময়মনসিংহ জেলা মহিলা দল চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার, ২১ মে, বৃহস্পতিবার,
ময়মনসিংহে জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত মহিলা ফুটবল খেলায় ৮-০ গোলে শেরপুর জেলা দলকে হারিয়ে ময়মনসিংহ জেলা মহিলা দল বিজয়ী হয়। ময়মনসিংহ দল খেলার প্রথমার্ধে ৪ গোল ও দ্বিতীয়ার্ধে ৪ গোল প্রদান করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় বিপুল দর্শকের উপস্থিতিতে ময়মনসিংহ মহিলা ফুটবল দল অসাধারণ নৈপুন্য প্রদর্শন করে। এই মহিলা দলটি সমপ্রতি নেপালে বাংলাদেশের জাতীয় অনুর্ধ ১৪ মহিলা ফুটবল দল হিসেবে খেলায় ফাইনালে উঠে। কিন্ত ভুমিকম্পের কারণে নেপাল সরকার ফাইনাল খেলাটি পরিত্যক্ত ঘোষনা করতে বাধ্য হয়।
ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ) এর ভারপ্রাপ্ত সভাপতি উমর হায়াত খান নঈম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাাহ ফারুকী। ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মুর্শেদ জাহান ফরিদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন পুলিশ সুপার মঈনুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এহতেশামুল আলম, সাধারন সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, সিমম্পেক্স ফায়ার সলিউশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত কুমার দে প্রমুখ। পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৯:০০ অপরাহ্ণ | মে ২১, ২০১৫