| ভোর ৫:১৫ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কবি নজরম্নল বিশ্ববিদ্যালয় নজরম্নল জন্ম জয়নত্মীতে তিন দিনব্যাপী আয়োজন

ত্রিশাল ব্যুরো অফিস,২১ মে ২০১৫, বৃহস্পতিবার:
জাতীয় কবি কাজী নজরম্নল ইসলামের ১১৬তম জন্ম জয়নত্মীতে ময়মনসিংহের ত্রিশালে অবসি’ত জাতীয় কবি কাজী নজরম্নল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  জাতীয় কবি কাজী নজরম্নল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জন সংযোগ কর্মকর্তা এস.এম হাফিজুর রহমান জানান, তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত থাকবে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

দ্বিতীয় দিন ২৬ মে একই মঞ্চে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট নজরম্নল গবেষক অধ্যাপক যতীন সরকার। সমাপনী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। ওই দিন বিশিষ্ট নজরম্নল গবেষক ও জাতীয় অধ্যাপক ড. মুসত্মফা নুরউল ইসলাম ও নজরম্নল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরাকে সম্মাননা দেওয়া হবে। এ ছাড়াও এ তিনদিন বিকেলে গাহি সাম্যের গান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

সর্বশেষ আপডেটঃ ৬:১৪ অপরাহ্ণ | মে ২১, ২০১৫