| রাত ১১:৩৪ - শনিবার - ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৯ই রমজান, ১৪৪৪ হিজরি

দুই একদিন পরে তাপমাত্রা আরও বাড়বে

অনলাইন ডেস্ক, | ২০ মে ২০১৫, বুধবার,

গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন রাজধানীবাসী। জ্যৈষ্ঠ মাসের পার হয়েছে মাত্র ছয়দিন। দিন দুয়েক পর থেকে গরমের তেজ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ ও কাল বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকায় তাপমাত্রা একই রকম থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,  জৈষ্ঠের শেষে বৃষ্টিপাতের সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে দেশে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে।  তীব্র গরমে কাহিল মানুষ কিন্তু একদণ্ড থেমে নেই। স্বাভাবিক নিয়মেই চলছে প্রতিদিনের জীবন। ডাব, শসা, আইসক্রিম বা লেবুর শরবতের দোকানগুলোতে চোখে পড়ছে মানুষের বাড়তি ভিড়। গত কয়েকদিন ঢাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকলেও দু-তিনদিন পর থেকে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।

সর্বশেষ আপডেটঃ ৯:০৬ অপরাহ্ণ | মে ২০, ২০১৫