| বিকাল ৩:৪৫ - রবিবার - ১৪ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা শাওয়াল, ১৪৪৫ হিজরি

রিয়াল-বার্সাকে চ্যালেঞ্জ দিলেন মরিনহো

অনলাইন ডেস্ক,২০ মে ২০১৫, বুধবার:

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হোসে মরিনহো। স্পেনের এই দুই সেরা ক্লাব ইংলিশ প্রিমিয়ার লীগে খেললে শিরোপা জিততে পারবে না কি-না তা নিয়ে তার সন্দেহ। স্প্যানিশ লা-লিগা ও ইংলিশ প্রিমিয়ার লীগের মধ্যে বিস্তর ফারাক বলে মনে করেন চেলসির ও পর্তুগিজ কোচ। ইংলিশ লীগের তুলনায় লা-লিগায় প্রতিদ্বন্দ্বিতার ছেটেফোঁটা নেই বলে মনে করেন তিনি। চলতি মওসুমে তিন ম্যাচ হাতে রেখে মরিনহোর চেলসি ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছে। লা-লিগায় শিরোপা জেতার চেয়ে এটা অনেক কঠিন ছিল মরিনহোর মন্তব্য। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ছিলেন মরিনহো। ২০১১-১২ মওসুমে রিয়ালকে লা-লিগার শিরোপা এনে দেন রেকর্ড গোলে। সেবার রিয়াল ১০০ পয়েন্ট ও ১২১ গোল নিয়ে মওসুম শেষ করে। স্পেন এবং ইংলিশ রীগের মধ্যে তুলনা করতে গিয়ে মরিনহো বলেন, ‘আমি স্পেনে ছিলাম। কিন্তু সেখানে আমি উপভোগ করিনি। রেকর্ড ১০০ পয়েন্ট ও ১২১ গোলে রিয়ালকে শিরোপা এনে দিয়েছি। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লীগের তুলনায় সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। পুরো মওসুমে ৩ থেকে ৪টা ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়। এক মওসুমে ৯২ পয়েন্ট নিয়েও শিরোপা জিততে পারিনি। এতেই বুঝা যায় সেখানে কতটা প্রতিদ্বন্দ্বিতা হয়।’ চলতি মওসুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কোন দল খেলতে পারে নি। কিন্তু তারপরও ইংলিশ প্রিমিয়ার লীগ সেরা বলে মনে করেন তিনি। তুলনা করতে গিয়ে বলেন, ‘এখানে (ইংলিশ লীগ) প্রচ- চাপ থাকে। আপনি যদি প্রতি ম্যাচ না জিততে পারেন তাহলে চ্যাম্পিয়ন হতে পারবেন না। আপনার চাই- জয়, জয় এবং জয়। এখানে যে কোন দল যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে।’ ইংলিশ প্রিমিয়ার লীগ ও লা-লিগার মধ্যে পার্থক্য বুঝাতে গিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় এই দুই লীগের মধ্যে অনেক অনেক পার্থক্য। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ লা-লিগায় সর্বেসর্বা। কিন্তু ইংলিশ লীগে শুধু দুই একটা দল এমন না। রিয়াল-বার্সা ইংলিশ প্রিমিয়ার লীগে খেললে শিরোপা জিততে পারবে কি-না আমার সন্দেহ। জিততেও পারে আবার নাও জিততে পারে।’

সর্বশেষ আপডেটঃ ৪:২৯ অপরাহ্ণ | মে ২০, ২০১৫