| সকাল ১০:০৯ - সোমবার - ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

একসঙ্গে…

অনলাইন ডেস্ক,২০ মে ২০১৫, বুধবার:

লাক্স চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা সাহা মীম তার প্রথম চলচ্চিত্র ‘আমার আছে জল’-এ অভিনয় করেছিলেন জনপ্রিয় নায়ক ফেরদৌসের সঙ্গে। এবার প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রেও একসঙ্গে কাজ করছেন ফেরদৌস ও মিম। শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেলে একটি হাউজিংয়ের বিজ্ঞাপন কাজ করছেন এই দুই তারকা। রিপন নাগের নির্দেশনায় নির্মাণ হচ্ছে বিজ্ঞাপনচিত্রটি। ফেরদৌস বলেন, বিগ বাজেটে আর বিশাল ক্যানভাসে নির্মাণ হচ্ছে এটি। আমার বিশ্বাস বিজ্ঞাপনচিত্রটি সবার ভাল লাগবে। ফেরদৌস জানান, এরই মধ্যে আরএফএল ওয়াটার পাম্পের একটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন তিনি। বললেন, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ভাল পণ্যের বিজ্ঞাপচিত্রের অফার পেলে করি। দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস সম্প্রতি শেষ করলেন মৌসুমী পরিচালিত ‘শূন্য হৃদয়’ ছবির কাজ। সিলেট থেকে ফিরেই এ ছবির ডাবিং করবেন বলে জানালেন তিনি। এরপর কাজ করবেন দিলশাদুল হক শিমুল পরিচালিত ভাল আছি। নিজের কাজ ও অবস্থান নিয়ে বেশ সন্তুষ্ট ফেরদৌস।

সর্বশেষ আপডেটঃ ৩:৫৮ অপরাহ্ণ | মে ২০, ২০১৫