নান্দাইল সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লিখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল সাবরেজিষ্ট্রী অফিসের দলিল লিখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন সমিতির ১নং সহ- সভাপতি মোঃ শফিকুল ইসলাম উজ্জল। তিনি গত ১৭ মে/১৫ থেকে এ দায়িত্ব পালন করছেন।
গত ২২ জানুয়ারী/১৫ ইং তারিখে নান্দাইল সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লিখক সমিতির নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক ও মোজাম্মেল হোসেনের ভোট গননায় সমান হওয়ায় তা আদালত পর্যনত্ম গড়ায়। এ ব্যাপারে নান্দাইল বিজ্ঞ সহকারী জজ আদালতে মোকদ্দমা নং ১৫/২০১৫ অন্য প্রকার বিদ্যমান থাকায় দলিল লিখক সমিতির এক সভায় ১৬ সদস্য কমিটির (সভাপতি বাদে) ১০ জন সদস্য মোঃ শফিকুল ইসলাম উজ্জলকে মামলা নিস্পতি পর্যনত্ম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের সিদ্ধানত্ম গৃহিত হয়। এ সিদ্ধানেত্মর আলোকে উজ্জল ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার দায়িত্ব পালনকারী সময়ে তিনি সকল দলিল লিখকগনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।