| বিকাল ৪:৪৭ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

উপন্যাসের নায়িকা হলেন চম্পা

অনলাইন ডেস্ক,১৯ মে ২০১৫, মঙ্গলবার:

পল্লীকবি জসীমউদ্দীনের উপন্যাসের নায়িকা হলেন এবার চিত্রনায়িকা চম্পা। ‘বোবা কাহিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এ ছবির রচনা, চিত্রনাট্য, ও পরিচালনা করছেন হোসেন। ১৫ মে থেকে গাজীপুরের হোতাপাড়ায় এর দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে।

চম্পা বলেন, ‘আমি শৈশব থেকেই পল্লীকবি জসীমউদ্দীনের বিভিন্ন রচনার একনিষ্ঠ ভক্ত। তার অনেক কবিতা এখনো আমি মুখস্থ বলতে পারি। বাংলা সাহিত্যে যে ক’জন কবির সৃষ্টিকর্মে সমৃদ্ধি লাভ করেছে, তাদের মধ্যে পল্লীকবি জসীমউদ্দীন অন্যতম। এই কবির অমর সৃষ্টি বোবা কাহিনী উপন্যাসের নায়িকা চরিত্রে অভিনয় করছি ভাবতেই আনন্দ লাগছে।’

চম্পা সম্প্রতি দেশের বাইরে ভ্রমণে গিয়েছিলেন। ফিরে এসে তিনি আবার এস এ হক অলিকের পরিচালনায় ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির কাজ শেষ করেছেন। চলতি বছরের শেষ দিকে তার এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২:১৪ অপরাহ্ণ | মে ১৯, ২০১৫